১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

নেইমার-এভারটনে অব্যাহত ব্রাজিলের জয়ের ধারা

- Advertisement -

২০২২ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাজিল। শুক্রবার পেরুকে ২-০ গোলে হারিয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রাখল ‘সেলেসাও’রা।

ব্রাজিলের অ্যারেনা দে পারনামবুচো স্টেডিয়ামে অবশ্য শুরু থেকে স্বাগতিকদের উপর দাপট দেখাতে থাকে সফরকারী পেরু। বল দখলে তারা এগিয়ে থাকে; ব্রাজিলের গোলমুখে বেশকিছু সুযোগও সৃষ্টি করে। পেরুর খেলোয়াড়দের আচরণও ছিল মারমুখী। কিছুক্ষণ পরপর ফাউলের শিকার হচ্ছিলেন ব্রাজিলের খেলোয়াড়রা। ৩৮ মিনিটেই পেরুর খেলোয়াড়রা দেখেন তিন-তিনটি হলুদ কার্ড।

অবশ্য ‘সেলেসাও’দের তাতে দমানো যায়নি। ১৪ মিনিটে বাঁ প্রান্ত থেকে নেইমারের এসিস্টে গোল করেন মিডফিল্ডার এভারটন রিবেইরো। ৪০ মিনিটের সময় এভারটনের একটি শট পেরুর গোলকিপারের হাতে লেগে ছিটকে গেলে সেটিকে জালে জড়িয়ে গোল ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ব্রাজিলের জার্সিতে এটি নেইমারের ৬৯তম গোল।

ব্রাজিল গোল পেতে পারতো আরো। তবে বিগত বেশ কয়েক ম্যাচের সহজ সুযোগ নষ্টের ধারা এই ম্যাচেও বজায় ছিল তিতের শিষ্যদের। নেইমার নিজেই দুটি নিশ্চিত সুযোগ নষ্ট করেন। ২-০ ব্যবধানে শেষ হয় ম্যাচ।

এই জয়ে বাছাইপর্বের ৮ ম্যাচ শেষে ৮টিতেই জিতে নিজেদের শীর্ষস্থান ধরে রাখল ব্রাজিল। ৮ ম্যাচে তারা গোল করেছে ১৯টি, খেয়েছে মাত্র ২টি।

দক্ষিণ আমেরিকা বাছাইপর্বের অন্যান্য ম্যাচে, লিওনেল মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মেসি হয়েছেন পেলেকে ছাড়িয়ে লাতিন আমেরিকার সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা। উরুগুয়ে ১-০ গোলে হারিয়েছে ইকুয়েডরকে, প্যারাগুয়ে ২-১ গোলে ভেনেজুয়েলাকে পরাজিত করেছে ও কলম্বিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে চিলি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img