১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

নেট রানরেটের হিসাব জানত না আফগানরা

- Advertisement -

সুপার ফোরে উঠার লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হেরেছে আফগানিস্তান। তবে এভাবেও হারা যায় এটা জানা ছিলনা অনেকেরই। জয়ের দ্বারপ্রান্তে এসে হেরে যাওয়া ম্যাচটাও জেতা হয়নি শুধুমাত্র হিসাব গরমিলের অভাবে। সে কথা অকপটেই স্বীকার করেছেন আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রট।

“আমাদের হিসাবগুলো সম্পর্কে জানানো হয়নি। যা জেনেছি, তা হলো ৩৭.১ বলের মধ্যে জিততে হবে। বলা হয়নি কত ওভারের মধ্যে ২৯৫ বা ২৯৭ রান করলেও হবে। ৩৮.১ ওভারের মধ্যে জয়ের বিষয়টি কখনোই বলা হয়নি”-বলছিলেন ট্রট 

বিশেষ কিছু তথ্যের জন্য দলগুলো ম্যাচ অফিশিয়ালদের ওপর নির্ভর করলেও নেট রানরেটের হিসাব ছিল সহজ। তবে অবাক করা বিষয় হলো আফগানিস্তান ক্রিকেট দল নাকি সেই হিসাবই করেনি। কেউ তাদেরকে বলেওনি ৩৭.১ ওভারের মধ্যে ২৯২ রান করেতে না পারলেও ৩৭.৪ ওভারের মধ্যে ২৯৫ রান করে জেতা সম্ভব। এমনকি স্কোর টাই করার পর, মানে ২৯১ রান করার পরও ছক্কা মেরে জিতলেও আফগানিস্তানের সুযোগ ছিল ৩৮.১ ওভার পর্যন্ত।

আফগানিস্তানের হিসাবের এই গরমিল ২০০৩ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সেই বিশ্বকাপের কথা মনে করিয়ে দেয়। সেবারও হিসাব না জেনে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কাই।

তবে হিসাব-নিকাশের এমন গরমিলে হতাশাজনকভাবে বিদায় নিলেও নির্দিষ্ট একটি কারণে ম্যাচ হেরেছেন বলে মনে করেন না ট্রট। তার মতে শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে বোলিং ভালো করা যেত।

“আমার মনে হয় না, আমাদের হারের পেছনে শুধুমাত্র একটি কারণ রয়েছে। ম্যাচে এমন কিছু জায়গা ছিল, যেখানে আমরা আরও ভালো করতে পারতাম। সেটা এ ম্যাচেও ছিল, তেমনি বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও ছিল। কিছু জায়গায় আমরা বাজে কিছু ভুল করেছি, যার মূল্য দিতে হয়েছে। যদি তাদের আরও কম রানে আউট করতে পারতাম, তবে আরও ভালো হতো। কিন্তু সেটা করতে পারিনি” 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img