অস্ট্রেলিয়াতে বিরাট কোহলির অনুপস্থিতিতে বিধ্বস্ত ভারতকে টেনে তুলেছেন অজিঙ্কা রাহানে। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক। অনেকেই তার মধ্যে খুঁজতে শুরু করেছেন ভারতের ভবিষ্যত টেস্ট অধিনায়ককে।
এর আগেও দুই টেস্টে অধিনায়কত্ব করেছেন রাহানে, তবে মেলবোর্ন টেস্ট তাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়্যান চ্যাপেল অবশ্য মোটেই অবাক নন, বরং তার ভাষ্যমতে, রাহানের জন্মই হয়েছে নেতৃত্ব দেওয়ার জন্যে।
‘রাহানাকে এমন ছন্দে অধিনায়কত্ব করতে দেখা মোটেই অবাক করার মতো কিছু নয়। ২০১৭ সালে ধর্মশালায় যারা তাকে দেখেছে তারা অবশ্যই বুঝবে, রাহানের জন্মই হয়েছে নেতৃত্ব দেওয়ার জন্যে।‘– ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন চ্যাপেল।
ক্রিকেট আলোচকরা যতোই রাহানের পক্ষে কথা বলুক, ভারতীয় বোর্ড আপাতত কোহলিতেই আস্থা রাখবে এতটুকু বলাই যায়।