২৩ এপ্রিল ২০২৫, বুধবার

নেদারল্যান্ডসকে হালকাভাবে নিচ্ছে না সাউথ আফ্রিকা

- Advertisement -

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল নেদারল্যান্ডস। আবারও বিশ্বকাপের মঞ্চ, তবে ফরম্যাটটা ভিন্ন। টানা দুই জয়ে টুর্নামেন্টের শুরুটা ভালো করেছে কুইন্টন ডি কক-এইডেন মার্করামরা। তারপরও নেদারল্যান্ডসকে হালকাভাবে নিচ্ছে না সাউথ আফ্রিকা এমনটাই জানিয়েছেন দলটির অধিনায়ক টেম্বা বাভুমা।

তিনি বলেন, “আমরা অবশ্যই ওদের হালকাভাবে নেব না। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে একটা ম্যাচ খেলেছিলাম আমরা, এবারেরটা দীর্ঘ পরিসরের ৫০ ওভারের ম্যাচ। ভিন্ন সংস্করণ, নিজেদের দক্ষতা দেখানোর প্রক্রিয়াটাও ভিন্ন। এখানে নিজের দক্ষতা দেখানোর লম্বা সময় পাওয়া যায়। বিষয়টি মাথায় রাখতে হবে সবাইকে”

৫০ ওভারের ফরম্যাটে দুই দলের সাতবারের দেখায় ছয়বারই জিতেছে সাউথ আফ্রিকা। একটি ম্যাচ বৃষ্টির কারণে হয়েছে পরিত্যক্ত। তারপরও ডাচদের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক প্রোটিয়া অধিনায়ক।

ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে সাউথ আফ্রিকা। এই মাঠের আউটফিল্ড নিয়ে টুর্নামেন্টের শুরু থেকে সমালোচনা করছে ক্রিকেট বিশ্লেষকরা। তাই এখানে সাবধানে ফিল্ডিং করার বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন বাভুমা।

তিনি বলেন, “আমরা সতর্ক থাকার বিষয়টি নিয়ে আলোচনা করেছি। ফিল্ডারদের ঝাঁপ দেওয়ার কৌশলে হয়তো একটু পরিবর্তন আনতে হবে। এটা বলা সহজ, কিন্তু ম্যাচের সময় মুহূর্তের উত্তেজনার সময় এটা করা সহজ নয়”

মঙ্গলবার দুপুর ২:৩০ মিনিটে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে সাউথ আফ্রিকা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img