৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

নেদারল্যান্ডসের জয়, বাংলাদেশের বিদায়

- Advertisement -

ছয় ম্যাচে মাত্র ১ জয়, পরের তিন ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান, শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে যেই দল ১৪২ রানেই অলআউট হয়ে যায়, হেরে যায় ৮৭ রানে, সেই দল বাকি তিন ম্যাচে জিতবে সেই আশা করাই বোকামি। জিতলেও যে সেমিফাইনালে খেলার সম্ভাবনা থাকবে, সেটাও বলার সুযোগ নেই। অর্থ্যাৎ, চলমান বিশ্বকাপে প্রথম পর্ব থেকেই বাংলাদেশের বিদায় নিশ্চিত।

শূন্য রানেই নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে দুই জীবন দেয়ার পরপরই আসলে বদলে গেছে ম্যাচের গতিপথ। শেষ অব্দি যেই ২২৯ রান তারা করেছে, তা তো এডওয়ার্ডসের ৬৮ রানের কল্যাণেই। ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ, ১৯ রানেই দ্বিতীয় উইকেট। লিটন দাশ ফিরেছেন ৩ রানে, তানজিদ তামিম করেছেন ১৫।

বাকি ব্যাটারদের দিকে চোখ রাখলে শুধু হতাশাই বাড়বে, যেখানে মেহেদী মিরাজ (৩৫) কিছুটা ব্যতিক্রম। নাজমুল শান্ত (৯), সাকিব আল হাসান (৫), মুশফিকুর রহিম (১), প্রত্যেকেই ফিরেছেন নিরাশ করে। ৭০ রানের মধ্যেই টাইগারদের ছয় ব্যাটার প্যাভিলিয়নে। এরপর শেখ মাহেদি (১৭) এবং মাহমুদউল্লাহ রিয়াদ (২০) মিলে গড়েন ৩৮ রানের জুটি, মুস্তাফিজুর রহমান (২০) আর তাসকিন আহমেদ (১১) মিলে ২৯! তাতে শুধু জয়ের ব্যবধানটাই কমেছে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img