সিডনিতে গ্রুপ ২-এর ম্যাচে নেদারল্যান্ডকে ৫৫ রানে হারিয়েছে ভারত। ভারতীয়দের দেয়া ১৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ডাচরা তুলতে পেরেছে ১২৩ রান।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় ১১ রানে সাজঘরে ফেরার আগে লোকেশ রাহুল করেন ১২ বলে ৯ রান। পাওয়ারপ্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৩২ রান। এরপর দলের হল ধরেন অধিনায়ক রোহিত শর্মা এবং ভিরাট কোহলি, দুজন মিলে গড়েন ৭৩ রান। আউট হওয়ার আগে রোহিত করেন ৩৯ বলে ৫৩ রান। শেষ পর্যন্ত, কোহলির ৪৪ বলে অপরাজিত ৬২ এবং সূর্যকুমার যাদবের ২৫ বলে অপরাজিত ৫১ রানের ক্যামিওতে ২ উইকেট ভারত তোলে ১৭৯ রান। নেদারল্যান্ডসের পক্ষে ফ্রেড ক্লাসেন এবং পল ভ্যান ম্যাকেরেন পেয়েছেন একটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নেদারল্যান্ডস। পাওয়ারপ্লে শেষে ২ উইকেট হারিয়ে তারা তোলে ২৭ রান। দলের পক্ষে ১৫ বলে সর্বোচ্চ ২০ রান করেছেন টিম প্রিঙ্গল। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে ডাচরা তুলেছে ১২৩ রান।
ভারতের পক্ষে দুইটি করে উইকেট পেয়েছেন আর্শদিপ সিং, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেল।