৭ জুন ২০২৩, বুধবার

নেদারল্যান্ডসের বিশ্বকাপ বাছাই পর্বের দল ঘোষণা

- Advertisement -

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের সূচি ঘোষণা করেছে আইসিসি মঙ্গলবার। বাছাই পর্বে গ্রুপ ‘এ’ তে আছে ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, জিম্বাবুয়ে, যু্ক্তরাষ্ট্রের সাথে আছে নেদারল্যান্ডসও। আসন্ন বাছাই পর্বের জন্য নিজেদের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস।

বিশ্বকাপ বাছাই পর্বে বেশকিছু তারকা ক্রিকেটারদের ছাড়াই খেলতে হবে নেদারল্যান্ডসকে। কাউন্টি দলের সাথে কমিটমেন্ট থাকায় বাছাই পর্বে খেলবেন না ভ্যান ডার মারওয়ে ও কলিন অ্যাকারম্যান। তবে কাউন্টিতে খেললেও বাছাই পর্বে দলের সাথে যোগ দিবেন তরুণ অলরাউন্ডার ব্যাস ডি লিড।

ডাচরা আশা করছে বাছাইপর্বে ভালো খেলে ৫০ ওভারের বিশ্বকাপে তারা জায়গা করে নিতে পারবে। সেই উদ্দেশ্যে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মিশেলে দল ঘোষণা করেছে তারা।

নেদার‌ল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (উইকেট কিপার ও অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, লগান ভ্যান বিক, বিক্রম সিং, আরিয়ান দত্ত, ভিভ কিংমা, ব্যাস ডি লিড, নোয়া ক্রস, রায়ান ক্লেইন, তেজা নিদামানুরু, ওয়েসলি বারেসি, শারিজ আহমেদ, ক্লাইটন ফ্লোড, মাইকেল লিভিট, সাকিব জুলফিকার

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img