২৭ জুলাই ২০২৪, শনিবার

নেদারল্যান্ডস দলের ‘মেন্টর’ রায়ান টেন ডেসকাট

- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছে নেদারল্যান্ডস। সেইসাথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ও নিয়েছেন ডাচ তারকা রায়ান টেন ডেসকাট। এই মাসের শেষে দল তিন ম্যাচ ওয়ানডে খেলতে পাড়ি জমাবে সাউথ আফ্রিকায়। সেখানেই দলের মেন্টর হিসেবে থেকে ডেসকাট সহযোগিতা করবেন তরুণদের এগিয়ে যেতে।

সাউথ আফ্রিকা সফরে দলের সাথে থাকা কলিন অ্যাকারমেন, ফন ডার মারওয়ে এবং স্টিফেন মাইবার্গের অতীতে সাউথ আফ্রিকার ঘরোয়া লিগগুলোতে খেলার অভিজ্ঞতা থাকলেও দলের তরুণরা খেলবেন এবারেই প্রথমবার। বিশেষ করে দলে নেয়া হয়েছে অভিষেক হওয়ার অপেক্ষায় থাকা  তিনজন খেলোয়াড়কে। ২০ বছর বয়সী বরিস গরলি, পাকিস্তান বংশোদ্ভুত মূসা আহমেদ এবং ইউরোপিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সদ্যই শতকের দেখা পাওয়া ক্লায়টন ফ্লয়েডকে রাখা হয়েছে সাউথ আফ্রিকা সফরে।

২৬ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর এবং ১ ডিসেম্বরে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img