২৩ অক্টোবর ২০২৪, বুধবার

নেপালের পর ভারতকেও হারাল বাংলাদেশের কিশোরীরা

- Advertisement -

সাফ নারী অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। মঙ্গলবার টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়েছে সাইফুল বারী টিটুর দল।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে ওঠে বাংলাদেশের মেয়েরা। যার ফল পেতে দেরি করতে হয়নি তাদেরত। ১০ মিনিটের মাথায় ম্যাচে লিড নেয় বাংলাদেশ। গোল করার পর আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশের ফুটবলাররা। ম্যাচে ফেরার চেষ্টা করছিল ভারত। ২৫ মিনিটে ভারতীয় এক ফুটবলারের শট গোলবারের উপর দিয়ে গেলে হতাশা বাড়ে তাদের। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় টিটুর দল। ৫২ মিনিটে ভারতের সামনে বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। সমতা ফেরানোর সুযোগ পেয়েও হতাশা সঙ্গী হয়েছে তাদের। তবে তিন মিনিট পর ঠিকই সমতায় ফেরে ভারত। আনুশকা করেন ভারতের হয়ে প্রথম ও একমাত্র গোলটি।

৭৯ মিনিটে আবারও লিড নেয় বাংলাদেশ। আবারও ম্যাচে ফেরার চেষ্টা করেছে ভারত। তবে ৮৯ মিনিটে ৩-১ করে ভারতের সেই আশায় জল ঢেলে দেয় বাংলাদেশের কিশোরীরা।

টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের পর আরও একটি শিরোপার স্পপ্ন দেখছে বাংলাদেশ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img