আওয়ামী লীগ সরকার পতনের পর বিদেশের মাটিতে প্রথমবারের মতো খেলছে ফুটবলাররা। যদিও জাতীয় দল নয়, নেপালে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে খেলছে বাংলার যুবারা। আর প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে গোল করে জাতীয় আন্দোলনে শহীদ আবু সাঈদ- মীর মুগ্ধদের স্বরণ করেছেন তারা।
নেপালের লঙ্কানদের বিপক্ষে ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার রক্ষণকে বোঁকা বানিয়ে মেরাজুল ইসলামের উদ্দেশে বল বাড়ান রাব্বি হোসেন। বাকি কাজটুকু সারতে ভুল করেননি মেরাজুল। বাংলাদেশ পায় লিড।
গোল করার পরেই নিজের জার্সির উপরে আলাদা টি-শার্ট পড়েন মেরাজুল। যেখানে লেখা ছিল, ‘মুগ্ধ এবং আবু সাঈদের স্মরণে/ মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি।’
এরপর বাংলাদেশের হয়ে একটি গোল করেছেন পিয়াস আহমেদ নোভা। তাতেই শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে সাফে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।
এমনিতে আন্তর্জাতিক ফুটবলে যেকোনো ধরনের বার্তাকেই ‘অপরাধ’ হিসেবে দেখা হয়। এ ধরনের বার্তা দিলে হলুদ কার্ড দেখাই নিয়ম। মিরাজুলকেও তাই হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেছেন রেফারি। তবে মিরাজুল হলুদ কার্ডের ঝুঁকি মাথায় নিয়ে জেনে–বুঝেই নিজের গোল উৎসর্গ করেছেন ছাত্র–জনতার অভ্যুত্থানের দুই আলোচিত ব্যক্তিকে।
গত ১৬ জুলাই রংপুরে কোটাবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। ১৮ জুলাই ঢাকার উত্তরায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র মীর মুগ্ধও আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন। মৃত্যুর আগে মীর মুগ্ধ আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে পানির বোতল বিতরণ করছিলেন।