সিলেটে তৃতীয় যুব ওয়ানডেতে ২২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগার যুবাদের বোলিং তোপে মাত্র ১০১ রানে গুটিয়ে গিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ১২১ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। জুনিয়র টাইগারদের পক্ষে বাঁহাতি স্পিনার নাইমুর রহমান নয়ন নিয়েছেন ইনিংসে ৫ উইকেট।
রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে আফগান যুবারা। যখনই জুটি গড়ে উঠতে নিয়েছে, বাংলাদেশের বোলাররা হেনেছেন আঘাত। শেষ ৫ উইকেট পড়েছে মাত্র ১৩ রানে। বাংলাদেশের পক্ষে বাঁহাতি স্পিনার নাইমুর রহমান নয়ন মাত্র ১৭ রানে নিয়েছেন ৫ উইকেট। ৩ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার রিপন মন্ডল। বাকি দুটি উইকেট নিয়েছেন আরিফুল ইসলাম। দুজন আফগান ওপেনার- সাবাউন বানুরি ও সুলিমান সাফিকেই আউট করেন এই অফস্পিনার। আফগানদের পক্ষে ১০ রানের কোটা পেরিয়েছেন মাত্র ৪জন। সর্বোচ্চ ২২ রান এসেছে উইকেটকিপার বিলাল সায়েদির ব্যাট থেকে।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুরুতে উইকেট হারিয়ে বিপর্যয়ের সম্মুখীন হলেও আইচ মোল্লাহর দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ম্যাচে ফেরে টাইগার যুবারা; আইচের ব্যাট থেকে এসেছে ১৩০ বলে ১০৮ রান। এরপর শেষের দিকে তাহজিবুল ইসলামের ১৮ ও আব্দুল্লাহ আল মামুনের ২০ বলে ৩২ রানের ঝড়ো ইনিংসের কল্যাণে ৬ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৩৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আফগান বোলার ফয়সাল খান আহমেদজাই।
এই ম্যাচ জয়ের ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-০ তে জিতে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের চতুর্থ ওয়ানডে ১৭ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।