১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

পঁচিশ ওভার শেষে টাইগারদের প্রাপ্তি বেয়ারস্টোর উইকেট

- Advertisement -

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ, ইংল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষ, তখন আলাদা একটা চাপ থাকে। থ্রি লায়ন্সদের বিপক্ষে ভালো করতে জরুরী মাঠের পারফর্ম্যান্স। তার আগে যেটা জরুরী- টস, সেটাই পক্ষে এসেছে বাংলাদেশের। টসে জিতে আগে জস বাটলারদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন সাকিব আল হাসান। লক্ষ্য পরিষ্কার, যতটা কম রানে সম্ভব ইংল্যান্ডকে আটকে দেওয়া। কিন্তু, পঁচিশ ওভার শেষে সেই লক্ষ্য থেকে অনেকটা দূরে বাংলাদেশ। ইংল্যান্ডের মোটে একটি উইকেট নিতে পেরেছে তারা।

ধর্মশালায় নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে সাকিব ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জানাতে এক মুহূর্তও অপেক্ষা করেননি। এই মাঠে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল সুবিধা পায় সবসময়ই, সেটা মেনে নিয়েছেন জস বাটলারও।

আগে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তুলেছেন জনি বেয়ারস্টো-ডাওয়িড মালান। স্কোরবোর্ডের দিকে তাকিয়ে বোঝার উপায় নেই ম্যাচের শুরুতে মুস্তাফিজ-শরীফুলদের বলে কতটা ভুগেছে ইংলিশ ব্যাটাররা, সেটা ম্যাচে যারা চোখ রেখেছে তারাই একমাত্র ভালোমতো বুঝতে সক্ষম। একের পর এক ইনসুইং-আউটসুইং, বাউন্সার-কাটারে বেশ কয়েকবার পরাস্ত হয়েছে দুই ইংলিশ ওপেনার মালান এবং বেয়ারস্টো। উইকেটের সুযোগও তৈরী হয়েছে, ভাগ্য শুধু টাইগারদের পক্ষে আসেনি।

উইকেটে সেট হয়ে নিজেদের সহজাত খেলাটা শুরু করতে বেয়ারস্টো-মালানও দেরী করেননি। দুজনে মিলে গড়েন ১০৭ বলে ১১৫ রানের জুটি। শততম ওয়ানডে খেলতে নামা বেয়ারস্টোকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন সাকিব। প্যাভিলিয়নে ফেরার আগে ইংলিশ ওপেনার করেন ৫৯ বলে ৮ বাউন্ডারিতে ৫২ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ইংল্যান্ডের সংহগ্রহ ২৫ ওভারে ১৪৯ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img