১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

পঞ্চাশ ওভারও খেলতে পারলো না পাকিস্তান

- Advertisement -

চেন্নাইতে গুরুত্বপূর্ণ টস জিতেছিল পাকিস্তানই। সাউথ আফ্রিকার বিপক্ষে শুরুটা ভালো না হলেও উইকেট বিবেচনায় লড়াই করার মতো সংগ্রহই পেয়েছে পাকিস্তান। তবে আক্ষেপের জায়গা হয়তো পুরো ৫০ ওভার খেলতে না পারা। ৪৬.৪ ওভারে ২৭০ রানে অল আউট হয়েছে বাবর আজমের দল।

দলীয় পঞ্চাশের আগেই ২ উইকেট হারানো পাকিস্তান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অধিনায়ক বাবর আজম এবং উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে। রিজওয়ান ২৭ বলে ৩১ করে ফিরলে ভাঙে তাদের ৪৮ রানের জুটি। উইকেটে সেট হয়ে আউট হয়েছে ইফতিখার আহমেদ। করেছেন ৩১ বলে ২১ রান। ৬৫ বলে ৫০ করে প্যাভিয়নের পথ ধরেছেন বাবর। দেড়শ তুলতেই পাকিস্তান হারিয়েছিল ৫ উইকেট।

মাঝে সৌদ শাকিল শাকিল আর শাবাব খানের ৮৪ রানের দারুণ জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ৩৬ বলে ৪৩ করে আউট হন শাদাব। শাকিলের খেলেছেন ১০০ স্ট্রাইকরেটে ৫২ রানের ইনিংস। শেষদিকে মোহাম্মদ নেওয়াজের ২৪ বলে ২৪ তিনশোর আশা জাগালেও ৪৬.৪ ওভারে ২৭০ রানে অল আউট হয় পাকিস্তান।

১০ ওভারে ৬০ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন তাবরাইজ শামসি। ৯ ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img