২৭ জুলাই ২০২৪, শনিবার

পতুর্গালের জয়ের দিনে রোনালদোর হলুদ কার্ড, খেলা হবে না পরের ম্যাচ

- Advertisement -

ইউরো ২০২৪ এর কোয়ালিফায়ারে পর্তুগালের জয়ের দিনে হলুদ কার্ড দেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার রাতে ‘জে’ গ্রুপ থেকে স্লোভাকিয়াকে ১-০ গোলে হারায় ব্রুনো ফার্নান্দেজরা। তবে প্রতিপক্ষ গোলরক্ষককে ফাউল করায় হলুদ কার্ড দেখে পরের ম্যাচে নিষিদ্ধ হয়েছেন সিআরসেভেন।

৬২ মিনিটে ক্রিশ্চিয়ানো স্লোভাকিয়ার গোল বক্সের মধ্যে ঢুকতে গেলে সেখানে আগেই চলে আসেন গোলরক্ষক মার্টিন ডুব্রাভকা। তখন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকার বুট আঘাত করে প্রতিপক্ষ গোলকিপারের মুখে। নিজের অনিচ্ছাকৃত ফাউলের জন্য ক্ষমা চাইলেও ছাড় পাননি ৩৮ বছর বয়সী আল-নাসর তারকা। হলুদ কার্ড দেখান রেফারি।

এর আগে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন রোনালদো। পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচটি মিস করবেন তিনি।

শুক্রবার একাধিকবার গোল করার সুযোগ পেলেও জালের দেখা পাননি রোনালদো। ৪৩ মিনিটে তাকে দারুণ এক পাস দিয়েছিলেন তারকা মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ, কিন্তু পর্তুগিজ কিংবদন্তি লক্ষ্যভ্রষ্ট শট নেন। তবে সুযোগ হাতছাড়া করেননি ব্রুনো। নিজের জন্মদিনে পর্তুগালকে জয়সূচক গোল উপহার দেন তিনি।

পরবর্তী ম্যাচ না খেলতে পারলেও জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন এই আল নাসর তারকা। ৫ ম্যাচের সব কটি জিতে মোট ১৫ পয়েন্ট নিয়ে ‘জে’গ্রুপের শীর্ষে এখন পর্তুগাল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img