১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার

পদত্যাগ করছেন আকরাম খান!

- Advertisement -

বিকেল থেকে গুঞ্জন ছিল, বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান পদ থেকে নাকি সরে দাঁড়াচ্ছেন সাবেক ক্রিকেটার ও বিসিবি বোর্ড পরিচালক আকরাম খান। সেই গুঞ্জনের পালে আরো হাওয়া দিয়েছে স্ত্রী সাবিনা আকরাম খানের ফেসবুক স্ট্যাটাস।

এই ঘটনায় আকরাম খানের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এরপর তার সহধর্মিনীর সঙ্গে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি এই খবরের সত্যতা নিশ্চিত করেন।

সাবিনা জানান, ‘পারিবারিক কারণে’ স্বেচ্ছায় এই পদ ছেড়ে দিচ্ছেন চট্টগ্রামের খান পরিবারের এই সদস্য।

“আকরাম সারাটা জীবন ক্রিকেট নিয়েই পড়ে থাকলো। ক্রিকেটকে সময় দিতে গিয়ে পরিবার-সন্তানদেরও সময় দিতে পারছে না। তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু ক্রিকেট অপারেশন্সের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে তো সেটা সম্ভব নয়। তাই আমরা পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আকরাম আর ক্রিকেট অপারেশন্সে থাকবে না। সে নিজ মুখেই আপনাদের মানে মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানাবে।”– জানিয়েছেন সাবিনা

এই প্রসঙ্গে এখনো বিসিবির তরফ থেকে কোন আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img