১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার

পদত্যাগ নয়, আবারও নির্বাচন করবেন সালাহউদ্দিন

- Advertisement -

সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিনের পদত্যাগ চেয়ে আসছিলেন সমর্থকরা। এমনকি দুইবার বাফুফে ভবনের সামনে সালাহউদ্দিনের পদত্যাগ চেয়ে বিক্ষোভও করেছেন বাংলাদেশ ফুটবল সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশ ফুটবল আল্ট্রাস’। এতদিন ধরে চুপ করে থাকলেও অবশেষে মুখ খুলেছেন সালাহউদ্দিন। বাফুফে সভাপতি পদ থেকে পদত্যাগ করবেন না বলে ‘প্রথম আলো’কে জানিয়েছেন তিনি। সেই সাথে সালাহউদ্দিন পরবর্তী নির্বাচনেও দাঁড়ানোর কথা বলেছেন।

নির্বাচন করা একজন মানুষের গণতান্ত্রিক অধিকার সেই কথা মনে করিয়ে দিয়ে সালাহউদ্দিন বলেন, “আমি পদত্যাগ করব না। নির্বাচন করব। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার। সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন কীভাবে?”

অন্তর্বর্তীকালীন সরকার বললে বাফুফে সভাপতির পদ থেকে পদত্যাগ করার বিষয়টি ভেবে দেখতেন বলে জানিয়েছেন সালাহউদ্দিন। তাকে পদত্যাগ করতে আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। সমর্থকদের হুমকি মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বাফুফে বস।

সালাহউদ্দিন বলেন, “হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার বললে আমি ব্যাপারটা ভেবে দেখতাম। কিন্তু কোথা থেকে কিছু ছেলেপেলে আমাকে হুমকি দেবে, এটা মেনে নেওয়া যায় না। ওরা (বাংলাদেশ ফুটবল আলট্রাস) বলেছে, আমাকে যেখানে পাবে, সেখানেই নাকি মারবে। এটা তো ওরা বলতে পারে না”

সালাহউদ্দিনের পদত্যাগ দাবি করে দুইদিন বিক্ষোভ করেছে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস

বাফুফের নেতৃত্বের বিষয়ে নিয়মবর্হিভুত কোনো কিছু করার উপায় নেই। যা করার করতে হবে গণতান্ত্রিক উপায়েই। আর সেটি ব্যহত হলে ২৪ ঘন্টার মধ্যে বাফুফে ফিফার নিষেধাজ্ঞায় পড়তে পারে জানিয়ে সালাহউদ্দিন বলেন, “এএফসি থেকে আমাকে বলেছে, আমার কোনো সহায়তা লাগবে কি না। আমি বলেছি, কোনো কিছু দরকার নেই। সব ঠিক আছে। আমি তো দেশে এসব হুমকির কথা বলে দেশকে নিষেধাজ্ঞায় ফেলতে পারি না”

সমর্থকরা নাকি সালাহউদ্দিনকে মারার হুমকি দিয়েছেন। যা নিয়ে বেশ চিন্তিত বাফুফে বস। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিরাপত্তা চাওয়ারও কথা বলেছেন সালাহউদ্দিন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img