বেশ অনেকদিন পেরিয়ে গেছে, ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির ব্যাটে কোনো সেঞ্চুরি নেই। ক্যারিয়ারে ৭০টি শতকের মালিককে শেষবার ১০০ করতে দেখা গেছে ২০১৯ সালের নভেম্বরে, বাংলাদেশের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন ডে/নাইট টেস্টে। কিন্তু, রাজস্থান রয়েলসের তরুণ খেলোয়াড় রিয়ান পরাগ বলছেন পরের ইনিংসে সেঞ্চুরি করবেন ভারতীয় অধিনায়ক।
তৃতীয় টেস্টে মাত্র ৭৮ রানে অলআউট হয়েছে কোহলির দল, জবাবে দ্বিতীয় দিন শেষে ইংলিশরা ৩৪৫ রানে এগিয়ে। খেলার এখনও তিনদিন বাকি, ভক্তরা আশা করছেন কোহলি-পুজারাদের থেকে দুর্দান্ত কিছু ইনিংস, যা বাঁচিয়ে দিবে পরাজয়ের হাত থেকে। ঠিক এরকম সময়েই রাজস্থান রয়্যালসের তরুণ খেলোয়াড় রিয়ান পরাগ, যে কিনা কোহলির অনেক বড় ভক্তও, ভবিষ্যতবাণি করেছে; দ্বিতীয় ইনিংসে নাকি শতকের দেখা পাবে কোহলি।
Virat Kohli 100 2nd innings lesgoo?? #INDvsEND
— Riyan Parag (@ParagRiyan) August 27, 2021
২০১৯ সালে বাংলাদেশের সাথে শতক করার পর পেরিয়ে গেছে প্রায় ৫০টি ইনিংস, কোহলি পাননি ১টি শতকেরও দেখা। এটা অবিশ্বাস্যকর। চলমান ইংল্যান্ডের সাথে সিরিজেও নিজেকে হারিয়ে খুজছেন ভারতীয় অধিনায়ক। ৫টি ইনিংসে ব্যাট করতে নেমে একটিতেও পাননি অর্ধশতকের দেখা। হেডিংলিতে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে কোহলি অভিজ্ঞ ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসনের বলে মাত্র ৭ রান করেই উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান।
কোহলির এই অফফর্ম নিয়ে বেশ চিন্তিত ভারতের সাবেক কিংবদন্তি খেলোয়াড় সুনিল গাভাস্কার। কোহলির উচিত শচীন টেন্ডুলকারের পরামর্শ নেয়া, এমনটাই মনে করেন গাভাস্কার।
“কোহলির উচিত এসআরটিকে (শচীন রমেশ টেন্ডুলকার) কল করা। কল করে জানতে চাওয়া তার কি করা উচিত। আমার জন্য কোহলির অফফর্ম ভিষণ দুশ্চিন্তার; কারণ ও ঠিক সেভাবেই পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম স্ট্যাম্পে আউট হয়ে যাচ্ছে, যেভাবে ২০১৪তে যাচ্ছিলো” -কোহলির অফফর্ম নিয়ে গাভাস্কার
এতদিন ধরে শতকের দেখা না পাওয়া কোহলি যদি পরের ইনিংসে সেঞ্চুরিটা পেয়েই যান, তাহলে পরাগকে নিশ্চয়ই কল করবেন ভারতীয় অধিনায়ক। তার এমন দুঃসময়েও যে কেউ টুইট করে বলতে পারে ‘পরের ইনিংসেই সেঞ্চুরির দেখা পাবে কোহলি’, এটা তো স্বয়ং কোহলির জন্যেও বিস্ময়ের।