নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, প্রথমবার কিউইদের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়তে চান। সিরিজ জেতা দূরের কথা, প্রথম দুই ম্যাচ হেরে রীতিমতো কোণঠাসা টাইগাররা। তবুও মনোবল হারাননি অধিনায়ক, বিশ্বাস করেন শেষ ম্যাচে জেতা সম্ভব।
“পরের ম্যাচটা আমরা জেতার জন্য খেলব। আমরা দল হিসেবে আরও ভালো কীভাবে খেলতে পারি, এটা জরুরি। ব্যক্তিগত কিছু ভালো পারফর্ম্যান্স হচ্ছে। বড় পার্টনারশিপ দরকার, এটাই কাল করার চেষ্টা করব। আর যেটা বললেন হোয়াইটওয়াশের সামনে, দোয়া করেন, এটা যেন না হয়”-বলছিলেন শান্ত
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সৌম্য সরকারই এখন টাইগারদের মধ্যমণি, শেষ ম্যাচেও তার ওপরই প্রত্যাশা বেশি থাকাই স্বাভাবিক। তবে টাইগার অধিনায়ক আবারো মনে করিয়ে দিলেন, একজনের ওপর নির্ভর করে নয়, বরং সকলের সম্মেলিত পারফর্ম্যান্সই হতে পারে ম্যাচ জেতার টোটকা।
“শুধু নেতিবাচক দিক চিন্তা না করে এ বছর কোন কোন জায়গায় ভালো করলাম, এটা দেখা দরকার। আমার মনে হয় রিশাদের বোলিং স্পেল খুব দারুণ ছিল। সৌম্যর কামব্যাক অসাধারণ ছিল। শরীফুলের নতুন বলের বোলিং ভালো ছিল।’ তবে যা ছিল না, তা হলো দলগত পারফর্ম্যান্স, ‘আমার মনে হয় বেশ কিছু জায়গায় উন্নতি হয়েছে। আরও বেশি দল হয়ে খেললে ভালো করা সম্ভব।”
অধিনায়ক শান্ত নিজেই প্রথম ম্যাচে ১৫ ও দ্বিতীয় ম্যাচে ৬ রানে আউট হয়েছেন। তবে প্রথম দুই ইনিংসের পারফর্ম্যান্স নিয়ে খুব বেশি চিন্তিত নন তিনি, “এই কন্ডিশনে আগেও খেলেছি। বেশ কিছু টেস্ট খেলার অভিজ্ঞতা আছে। পরিকল্পনা আরও ভালো হতে পারত, ব্যাটিংয়ের কথা যদি বলি। তবে যে দুই ইনিংস গেছে, এটা নিয়ে খুব বেশি চিন্তা করছি না। প্রতিদিন রান করব, এমন নয়। তবে যেদিন করব, সেটা যেন ইমপ্যাক্টফুল হয়।”