২৭ জুলাই ২০২৪, শনিবার

পাওয়ারপ্লেতে বিপর্যয়ে বাংলাদেশ

- Advertisement -

সুপার ফোরে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পাওয়ারপ্লের দশ ওভারেই চার উইকেট নেই বাংলাদেশের। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৯ রান। ৫ রানে সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম অপরাজিত আছেন ২ রানে।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব। তবে শেষ ম্যাচের মতো এ ম্যাচে ওপেনিংয়ে নেমে ইনিংসটা রাঙাতে পারেননি মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ওভারে নাসিম শাহর প্রথম বলেই ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে ১১২ করা মিরাজ ফিরে গেছেন শূন্য রানে।

এরপর ক্রিজে এসে নাঈম শেখের সাথে ইনিংস মেরামতের চেষ্টা করেন লিটন দাশ। শুরুটাও করেন বেশ ভালোভাবেই। তবে শাহিন শাহ আফ্রিদির বলে তিনিও ফিরে যান ১৩ বলে ১৬ রান করে। লিটনের ১৬ রানের ইনিংসে ছিল ৪টি চারের মার, স্ট্রাইক রেট ১২৩.০৭।

ক্রিজে নাঈম শেখকে নিয়ে আগানোর চেষ্টা করলে সাকিবকে যোগ্য সঙ্গ দিতে পারেননি এই ওপেনার। পাক পেসার হারিস রউফের বলে বড় শট খেলতে গিয়ে উঠিয়ে মারেন নাঈম, সে বল তালুবন্ধী করেন রউফ নিজেই। এরপর ৯ বলে ২ রান করে তাওহীদ হৃদয়ও ফিরেছেন রউফের বলে।

পাকিস্তানের হয়ে দুইটি উইকেট নিয়েছেন হারিস রউফ, একটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img