১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

পাওয়ারপ্লেতে মিঠুন-শান্তর দারুণ ব্যাটিং

- Advertisement -

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে ভালো শুরু পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলারদের দারুণভাবে সামাল দিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিঠুন।

টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। লক্ষ্যটা পরিষ্কার, শিশিরের সুবিধা যতটুকু নেওয়া যায়। প্রথম ওভারেই আক্রমণে আসেন শুভাগত। সেই ওভারে ১৫২ রান তুলেছে মিঠুন। চট্টগ্রামের অন্য বোলারদেরও বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন ডানহাতি এ ব্যাটার।

ইনিংসের শুরুতে ভুগছিলেন শান্ত। বিশেষ করে বিলাল খানের বিপক্ষে নড়বড়ে লাগছিল তাকে। এরপর সময় যত গড়িয়েছে শান্ত ততই নিজেকে গুছিয়ে নিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৭.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে সিলেটের সংগ্রহ ৬০ রান। শান্ত অপরাজিত আছেন ৩১ রানে, মিঠুনের ব্যাট থেকে এসেছে অপরাজিত ২৮ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img