বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেছে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১০ ওভারে প্যাট কামিন্সের দলের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৪৩ রান। ডেভিড ওয়ার্নার অপরাজিত আছেন ২৪ রান করে; স্টিভ স্মিথ ১৯ রানে ব্যাটিং করছেন।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বড় রানের আশায় টসে জিতে আগে ব্যাট করার সিদ্দান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স। তবে শুরুতেই ওপেনার মিচেল মার্শের উইকেট হারিয়েছে তারা। রানের খাতা খোলার আগে জাসপ্রিত বুমরাহর বলে বিরাট কোহলিকে ক্যাচ দিয়ে ফেরেন অজি ওপেনার।
এরপর উইকেটে এসে ওয়ার্নারকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন স্মিথ। মোহাম্মদ সিরাজ-জাসপ্রিত বুমরাহদের বলে দারুণ ব্যাটিং করছেন দুজনে। ভারতীয় বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারিতে পরিণত করেছেন তারা। ইতিমধ্যে ৪৬ বলে ৩৮ রানের জুটি গড়েছেন ওয়ার্নার-স্মিথ।
চেন্নাইয়ের উইকেটে বরাবরই স্পিনারদের জন্য কিছু না কিছু থাকেই। সেই আশায় একাদশে তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছে রোহিতের দল।
ভারতের হয়ে একটি উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ।