৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

পাওয়ারপ্লেতে ইংল্যান্ডের দারুণ ব্যাটিং

- Advertisement -

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছে ইংল্যান্ড। যদিও পাওয়ারপ্লের মধ্যে ডেভিড মালানের উইকেট হারিয়েছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, জশ বাটলারের দলের সংগ্রহ ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫১ রান। জনি বেয়ারস্টো ৩১ রান করে অপরাজিত আছেন, জো রুট ৪ রানের ব্যাট করছেন।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ছয় মেরে রানের খাতা খুলেছেন বেয়ারস্টো। বোল্টের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে ফাইন লেগের উপর দিয়ে সীমানা ছাড়া করেন ইংলিশ ওপেনার। একপ্রান্তে বেয়ারস্টো আক্রমণাত্মক ব্যাটিং করলেও, অন্যপ্রান্তে কিউই বোলারদের সামলাতে হিমশিম খাচ্ছিলেন আরেক ওপেনার মালান। নিজের প্রথম ওভার থেকেই বাঁহাতি এ ব্যাটারের বিপক্ষে দারুণ বল করছিলেন ম্যান হেনরি। যার সুফলও পেয়েছেন তিনি।

মালানকে ফিরিয়ে কিউইদের প্রথম ব্রেক-থ্রু এনে দিয়েছেন তিনি। ইংলিশ ওপেনার প্যাভিলিয়নে ফেরার আগে ২৪ বলে ২ বাউন্ডারিতে করেন ২৪ রান। এরপর উইকেটে এসে বেয়ারস্টোকে সঙ্গ দিচ্ছেন জো রুট।

নিউজিল্যান্ডের হয়ে একটি উইকেট শিকার করেছেন ম্যাট হেনরি।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img