১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

পাওয়ারপ্লেতে টাইগারদের দারুণ বোলিং

- Advertisement -

শরীফুল ইসলামের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই বাউন্ডারি মেরে ইনিংসের শুরুটা করেছিলেন উইল ইয়াং। তবে টাইগার পেসার ঘুরে দাঁড়াতে সময় নেননি, চতুর্থ বলেই পেয়েছেন উইকেটের দেখা। সবশেষ বিশ্বকাপে আলো ছড়ানো রাচিন রবীন্দ্রকে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফিরিয়েছেন শরিফুল। সেই ওভারের শেষ বলে তার দ্বিতীয় শিকার হেনরি নিকোলস। তৃতীয় স্লিপে এনামুল হক বিজয়কে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

উইকেট থেকে দারুণ সুইং আদায় করে নিয়েছেন শরীফুল। আউট সুইং-ইনসুইং দুই ধরণের ডেলিভারি করতে দেখা গেছে টাইগার পেসারকে। শরীফুল একপ্রান্তে কিউই শিবিরে আঘাত হানলেও তাকে সঙ্গ দিতে পারেননি হাসান মাহমুদ-মুস্তাফিজরা। যদিও তাদের উপর খুব একটা চড়াও হতে পারেনি কিউই ব্যাটাররা।

দুই উইকেট পড়ে যাওয়ার পর দলের হাল ধরার চেষ্টা করছেন অধিনায়ক টম ল্যাথাম ও উইল ইয়াং। উইকেটে আসার পর হাসান-শরীফুলদের সুইংয়ে ভুগলেও যত সময় গড়িয়েছে নিজের স্বভাব সুলভ ব্যাটিং করছেন ল্যাথাম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৫ রান। ইয়াং অপরাজিত আছেন ১০ রানে, ল্যাথামের সংগ্রহ অপরাজিত ১৮ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img