২২ মার্চ ২০২৩, বুধবার

পাওয়ারপ্লেতে তামিম-লিটনের বিদায়..

- Advertisement -

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। বাংলাদেশ দলের একাদশে নেই মিরাজ ও আফিফ। খেলছেন ইয়াসির রাব্বি ও তৌহিদ হৃদয়।

শুরুটা কিছুক্ষণের জন্য ভালোই মনে হচ্ছিল বাংলাদেশের জন্য৷ প্রথম ২ ওভারে এসেছিল ১৫ রান৷ তবে তৃতীয় ওভারের তৃতীয় বলে মার্ক অ্যাডায়ারের বলে পল স্টার্লিংয়ের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নের পথে হাঁটেন অধিনায়ক তামিম। ৯ বলে মাত্র তিন রান করেন এই বামহাতি ব্যাটার।

তামিমের চলে যাওয়ার পর নাজমুল হোসেন শান্তর সাথে পার্টনারশিপ করেন লিটন দাস৷ পাওয়ারপ্লের শেষ ওভারের তৃতীয় বলে কার্টিস কাম্ফারের বলে আউট হন লিটন দাসও। ৩১ বল খেলে লিটন করেন ২৬ রান। পাওয়ারপ্লে শেষে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫০ রান। ১৯ বলে ১৩ ও ১ বলে এক রান করে অপরাজিত আছেন শান্ত ও সাকিব আল হাসান।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img