১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

পাওয়ারপ্লেতে তাসকিন-শরীফুলের দুর্দান্ত বোলিং

- Advertisement -

নেদারল্যান্ডসের সাথে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ফিল্ডিংয়ে নেমে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ। পাওয়ারপ্লের মধ্যে ডাচদের দুই উইকেট তুলে নিয়েছে টাইগাররা।

ইনিংসের শুরু থেকেই উইকেট থেকে দারুণ সুইং আদায় করে নেন শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। তাদের সামনে বারবার পরাস্ত হয়েছে ডাচ ব্যাটাররা। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান তাসকিন। নেদারল্যান্ডসের ওপেনার বিক্রমজিত সিং সাকিব আল হাসানের কাছে ক্যাচ দিয়ে ফেরেন।

তাসকিনের পর উইকেটের দেখা পেয়েছেন শরীফুলও। ৩ বলে রানের খাতা খোলার আগে ম্যাক্স ও’ডাউডকে প্যাভিলিয়নে ফেরান তিনি। এরপর উইকেটে এসে ইনিংস গড়ার দিকে মনোযোগ দেন ওয়েসলি বারেসি ও কলিন অ্যাকারম্যান। টাইগার বোলারদের ভালভাবেই সামাল দিচ্ছেন বারেসি। বলের সাথে পাল্লা দিয়ে রান করছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, নেদারল্যান্ডসের সংগ্রহ ১০ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ৪৭ রান। বারেসি অপরাজিত ৩৩ রানে, অ্যাকারম্যানের সংগ্রহ ৮ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img