৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

পাওয়ারপ্লেতে দুই উইকেট হারিয়েছে টাইগাররা

- Advertisement -

ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করা লিটন কুমার দাশ এদিন ইনিংস বড় করতে পারেননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৪৭ রান। তানজিদ হাসান তামিম অপরাজিত আছেন ৩০ রান করে, মেহেদী হাসান মিরাজ ৬ রানে ব্যাটিং করছেন।

গুয়াহাটির ব্যাটিং সহায়ক উইকেটে ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। বাউন্ডারি মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন লিটন। তবে রিস টপলির বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে উইকেট কিপার এই ব্যাটার করেছেন ৬ বলে ৫ রান।

তিনে এসে বেশিক্ষণ টিকতে পারেননি এই ম্যাচে টাইগারদের নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত। টপলির বলে থার্ডম্যানে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তার আগে করতে পেরেছেন ১১ বলে মাত্র ২ রান।

অন্যদিকে দারুণ ব্যাটিং করছেন আরেক ওপেনার তামিম। ইংলিশ বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারিতে পরিণত করেছেন তিনি। চারে এসে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট শিকার করেছেন রিস টপলি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img