আফগানিস্তানকে ১৫৬ রানে অলআউট করার পর ব্যাটিংয়ে শুরুটা দারুণ প্রয়োজন ছিল বাংলাদেশের। তবে সেটা করতে পারেনি টাইগাররা। শুরুতেই প্যাভিলিয়নে ফিরেছেন দুই ওপেনার লিটন কুমার দাশ ও তানজিদ হাসান তামিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৪৪ রান। মেহেদী হাসান মিরাজ অপরাজিত আছেন ১৮ রানে; নাজমুল হোসেন শান্ত ৩ রানে ব্যাটিং করছেন।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম দুই ওভারে ১৫ রান তুলে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন দুই ওপেনার তামিম-লিটন। তবে এরপরই ঘটেছে ছন্দপতন। রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তামিম। তার আগে করেছেন ১৩ বলে ১ বাউন্ডারিতে ৫ রান।
দারুণ শুরু করা লিটন কুমার দাশও পারেননি ইনিংস বড় করতে। ফজল হক ফারুকির বলে বোল্ড হওয়ার আগে করেছেন ১৮ বলে ২ বাউন্ডারিতে ১৩ রান। এরপর উইকেটে এসে দলের হাল ধরার চেষ্টা করছেন মিরাজ ও শান্ত।
আফগানিস্তানের হয়ে একটি উইকেট নিয়েছেন ফজল হক ফারুকি।