এশিয়া কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছে নেপাল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৬৫ রান। আসিফ শেখ অপরাজিত আছেন ৩৪ বলে ২৩ রান করে, ভিম শারকি ব্যাট করছেন ১ বলে ০ রানে।
প্রথম ওভারের শেষ বলেই উইকেট পেতে পারতো মোহাম্মদ শামি। কিন্তু স্লিপে শ্রেয়াস আইয়ার ক্যাচ মিস করায় তার আর হয়নি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই আবারো বেঁচে যান আসিফ। এবার ক্যাচ ছাড়েন ভিরাট কোহলি। এরপর থেকেই সাবলীল ব্যাটিং করেন নেপালের দুই ওপেনার। যদিও মাঝে আরেকবার কুশল ভারটেলের ক্যাচ ছেড়েছেন ঈশান কিষাণ।
দুজনের ব্যাটিংয়ের ধরণ দেখে বোঝার কোনো উপায় নেই প্রথমবারের মতো ভারতের বিপক্ষে খেলতে নেমেছে তারা। শামি-সিরাজদের খারাপ বল পেলেই মেরেছেন বাউন্ডারি। তবে পাওয়ারপ্লের শেষ ওভারে গিয়ে ঘটে ছন্দপতন। শার্দুল ঠাকুরের বলে খোঁচা দিয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন ভারটেল। তার আগে ২৫ বলে ৩ বাউন্ডারি ২ ছক্কায় ৩৮ রান।
ভারতের হয়ে একটি উইকেট শিকার করেছেন শার্দুল ঠাকুর।