১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

পাওয়ারপ্লেতে পাকিস্তানের সাবধানী শুরু

- Advertisement -

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাওয়ারপ্লেতে সাবধানী শুরু করেছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে ১ উইকেট হারিয়ে বাবর আজমের দলের সংগ্রহ ৩৬ রান। আব্দুল্লাহ শফিক অপরাজিত আছেন ১৩ রানে, বাবর ১৮ রানে ব্যাটিং করছেন।

বৃহস্পতিবার বৃষ্টির কারণে টস হতে হয়েছে দেরি। যার কারণে ৪৫ ওভারে নেমে এসেছে ম্যাচ। ইনিংসের শুরু থেকেই পাকিস্তানি ব্যাটারদের দারুণ পরীক্ষা নিয়েছে লঙ্কান বোলাররা। প্রমোদ মাদুশান ও মাহিশ থিকসানার প্রথম চার ওভারে মাত্র ৮ রান তুলতে পেরেছিলো পাকিস্তানের দুই ওপেনার।

১১ বলে মাত্র ৪ রান করা ফখর জামানকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন মাদুশান। এরপর উইকেটে এসে দলের হাল ধরেছেন বাবর। ইতিমধ্যে শফিককে নিয়ে গড়েছেন ২৮ বলে ২৭ রানের জুটি।

শ্রীলঙ্কা হয়ে একটি উইকেট শিকার করেন প্রমোদ মাদুশান।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img