ভারত-পাকিস্তান ম্যাচে সমর্থকদের মাঝে উত্তেজনা থাকে তুঙ্গে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে মাঠ ছাপিয়ে মাঠের বাইরে কথার লড়াইও কম হয়না। তাই ক্রিকেটারদের মাঝেও কিছুটা হলেও চাপ কাজ করে। এমনই এক ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিলেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। তবে এরপরই ঘটে ছন্দপতন মোহাম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন শফিক।
টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত জানাতে এক মুহুর্তও দেরি করেননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শুরুতে উইকেট থেকেও তেমন সুবিধা আদায় করতে পারেনি ভারতীয় বোলাররা। তবে শফিককে ফেরানোর পর লাইন-লেন্থ ফিরে পেয়েছে তারা।
এরপর দলের হাল ধরার চেষ্টা করছেন বাবর আজম ও ইমাম-উল-হক। ভারতীয় বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, পাকিস্তানের সংগ্রহ ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৯ রান। ইমাম অপরাজিত আছেন ২৩ রান করে, বাবরের সংগ্রহ ৫ রান।