নিউজিল্যান্ডের মাটিতে তাদেরকে টি-টোয়েন্টিতে প্রথমবার হারানোর লক্ষ্যে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই লক্ষ্যে পাওয়ারপ্লে শেষে বেশ সফল বাংলাদেশের বোলাররা। দুর্দান্ত বোলিং করে চার কিউই ব্যাটাকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন শেখ মাহেদী হাসান ও শরিফুল ইসলাম।
প্রথম ওভারের চতুর্থ বলে বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন ডানহাতি শেখ মাহেদী হাসান। তিন বল খেলে কোনো রান করতে পারেননি কিউই ওপেনার। এরপর উইকেট উদযাপনে যোগ দিয়েছেন শরিফুল ইসলাম। ফিন অ্যালেনকে স্লিপে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে পেয়েছেন নিজের প্রথম উইকেটের দেখা। ৩ বলে ১ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন অ্যালেন। পরের বলে গ্লেন ফিলিপসকে করেছেন এলবিডব্লিউ। প্রথমে আম্পায়ার আউট না দিলে রিভিউয়ের সিদ্ধান্ত নেন শান্ত।
ইনিংসের পঞ্চম ওভারে নিজের দ্বিতীয় উইকেটের দেখা পেয়েছেন মাহেদী। ভয়ংকর হতে থাকা ড্যারিল মিচেলকে বোল্ড করে প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি। তবে উইকেটে আসার পর থেকে আক্রমণাত্মক ব্যাটিং করছেন মার্ক চ্যাপম্যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৬ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩৬ রান।