১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

পাওয়ারপ্লেতে মুস্তাফিজ-খালেদের দারুণ বোলিং

- Advertisement -

মিরপুর শের-ই-বাংলায় দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুটা দারুণ করেছে বাংলাদেশের বোলাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪১ রান। হেনরি নিকোলস অপরাজিত আছেন ১১ রানে; টম ব্লান্ডেল ০ রানে ব্যাটিং করছেন।

ইনিংসের শুরুতেই উইকেট থেকে দারুণ সুইং আদায় করেছে টাইগার বোলাররা। প্রথম ওয়ানডেতে দারুণ ব্যাটিং করা উইল ইয়ংকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন মুস্তাফিজুর রহমান। ৮ বল খেলে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন কিউই ওপেনার। অন্যপ্রান্তে দারুণ বোলিং করেছেন হাসান মাহমুদও। সুইং দিয়ে নিউজিল্যান্ডের ব্যাটারদের ভুগিয়েছেন তিনি।

সপ্তম ওভারের প্রথম বলে নিজের দ্বিতীয় শিকার পেয়ে যান মুস্তাফিজ। স্লিপে ফিন অ্যালেনের ক্যাচ নিয়েছেন সৌম্য সরকার। প্যাভিলিয়নে ফেরার আগে ১৫ বলে ২ বাউন্ডারিতে করেছেন ১২ রান।

ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়া খালেদ আহমেদ নিজের প্রথম ওভারেই পেয়েছেন উইকেটের দেখা। তার প্রথম বলেই পুল করে বাউন্ডারি মেরেছিলেন চ্যাড বাওয়েস। আরেকবার পুল করতে গিয়ে মিডউইকেটে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দেন তিনি। খালেদও পান প্রথম ওভারেই উইকেটের স্বাদ।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img