১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

পাওয়ারপ্লেতে লিটন-তামিমের আগ্রাসী ব্যাটিং

- Advertisement -

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১০ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে টাইগারদের সংগ্রহ ৬৩ রান। লিটন কুমার দাশ অপরাজিত আছেন ২১ রান করে, তানজিদ হাসান তামিমের সংগ্রহ ৪০ রান।

বিশ্বকাপে আগের তিন ম্যাচে ভালো করতে পারেনি ওপেনিং জুটি। ইংল্যান্ডের বিপক্ষে লিটনের ৭৬ রানের ইনিংসটি ছাড়া তেমন বড় রান পায়নি বাংলাদেশ। তবে এদিন যেন বড় রান করার পণ করেই মাঠে নেমেছেন তামিম-লিটন। প্রথম ৫ ওভার ভারতের বোলারদের দেখেশুনে খেলেছেন তারা। দুজনে ইনিংসের শুরুতে থিতু হতে সময় নিয়েছেন।

এরপর সময় যত গড়িয়েছে নিজেদের স্বভাবসুলভ ব্যাটিং করেছেন দুই টাইগার ওপেনার। জাসপ্রিত বুমরাহ-মোহাম্মদ সিরাজদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন তারা। বিশেষ করে জুনিয়র তামিম ভারতীয় বোলারদের উপর চড়াও হয়ে ব্যাটিং করেন। লিটনের ব্যাট থেকেও এসেছে বেশ কয়েকটি দর্শনীয় চারের মার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img