৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

পাওয়ারপ্লেতে লিটন-তামিমের দারুণ ব্যাটিং

- Advertisement -

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ, প্রতিপক্ষে ৫বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অজিদের বিপক্ষে জিততে দারুণ কিছু করা ছাড়া কোনো উপায় নেই। সেটা ভালো করেই জানেন টাইগাররা। সেই লক্ষ্যে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ।

ইনিংসের শুরুতে জশ হ্যাজলউড-প্যাট কামিন্সদের দেখেশুনে খেলেছেন তানজিদ হাসান তামিম-লিটন কুমার দাশ। পুনের উইকেটে তাদের তেমন কোনো পরীক্ষাই নিতে পারেনি অজি পেসাররা। শুরুতে উইকেটে থিতু হওয়ার দিকে মনোযোগ দিয়েছেন দুই টাইগার ওপেনার। এরপর সময় যত গড়িয়েছে নিজেদের স্বভাবসুলভ ব্যাটিং করেছেন লিটন-তামিম।

বিশ্বকাপে তেমন কিছু করতে না পারা তামিম এদিন মেরেছেন বেশ কয়েকটি দৃষ্টি-নন্দন বাউন্ডারি। কম যাননি লিটনও, শুরুতে অজি পেসারদের দেখেশুনে খেলেছেন। কামিন্স-হ্যাজলউডদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন তিনি। প্রথম পাওয়ারপ্লে শেষে লিটন-তামিম দুজনেই মেরেছেন চারটি করে চার। প্রতিবেদন লেখা পর্যন্ত, ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬২ রান। লিটন অপরাজিত আছেন ২৪ রানে, তামিমের সংগ্রহ ২৮ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img