২৭ জুলাই ২০২৪, শনিবার

পাওয়ারপ্লেতে শান্ত-লিটনদের সাবধানী ব্যাটিং

- Advertisement -

সাউথ আফ্রিকাকে ১১৩ রানে আটকে দেওয়ার পর ব্যাটিংয়ের শুরুটা ভালো করার প্রয়োজন ছিল বাংলাদেশের। ইনিংসের শুরুতেই তানজিদ হাসান তামিমের উইকেট হারালেও বাংলাদেশকে খুব একটা বিপদে পড়তে দেননি নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাশ। দুজনেই করেছেন সাবধানী ব্যাটিং।

বাজে ফর্মের কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সুযোগ পাননি সৌম্য সরকার। তার পরিবর্তে এদিন ইনিংসের শুরুটা করেছেন শান্ত। এখন অব্দি হতাশ করেননি তিনি। বার্টম্যানকে দারুণ একটি ছক্কা মেরেছেন টাইগার অধিনায়ক। তবে এরপরই আবারও সিঙ্গেল নেওয়ার দিকে মনোযোগ দিয়েছেন তিনি।

উইকেটে আসার পর থেকে সাবলীল ব্যাটিং করছেন লিটন। এখন পর্যন্ত প্রোটিয়া বোলারদের কোনো সুযোগ দেননি তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৯ রান। শান্ত অপরাজিত আছেন ১০ রান করে, লিটনের সংগ্রহ অপরাজিত ৯ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img