১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

পাওয়ারপ্লেতে সাউথ আফ্রিকার দারুণ ব্যাটিং

- Advertisement -

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছে সাউথ আফ্রিকা। যদিও ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই কুইন্টন ডি ককের উইকেট হারিয়েছিল তারা। রিস টপলির করা অফ স্ট্যাম্পের বাইরের বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়েছেন ডি কক।

ইনিংসের শুরুতেই উইকেট থেকে দারুণ সুবিধা আদায় করে নিয়েছে ইংল্যান্ডের বোলাররা। যার সুফল পেতে মাত্র দুই বল অপেক্ষা করতে হয়েছে জস বাটলারের দলকে। এরপর রেজা হেনরিকস ও রাসি ভ্যান ডার ডুসেনের ব্যাটে ঘুরে দাঁড়ায় সাউথ আফ্রিকা। দুজনে শুরুতে ইংল্যান্ডের বোলারদের দেখেশুনে খেলেছেন। সময় যত গড়িয়েছে নিজেদের স্বভাবসুলভ ব্যাটিং করেছেন হেনরিকস-ডুসেন জুটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৬৪ বলে গড়েছেন ৫৬ রানের জুটি। হেনরিকস অপরাজিত আছেন ২৭ রান করে, ডুসেনের সংগ্রহ ২৮ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img