প্রথম ইনিংসে ১৭১ রানে অলআউট হওয়ার পর জেতার জন্য বোলিংয়ে দারুণ কিছু করতে হতো বাংলাদেশকে। উল্টো শুরুটা ভালো করেছিলেন দুই কিউই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়ং। পাওয়ারপ্লের শেষ ওভারে পরপর দুই উইকেট নিয়ে টাইগারদের ম্যাচে ফিরিয়েছেন শরীফুল ইসলাম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লকি ফার্গুসনের দলের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৯ রান।
এশিয়া কাপে নতুন বলে দারুণ সুইং আদায় করেছিলেন শরীফুল। এদিন তার প্রথম ওভারেই তিনটি বাউন্ডারি মেরেছেন ফিন অ্যালেন। এরপরের ওভারে এসেই মেডেন দেন শরীফুল। পাওয়ারপ্লের শেষ ওভারে পেয়েছেন উইকেটের দেখা। পরপর দুই বলে ফিরিয়েছেন অ্যালেন ও ডিন ফক্সক্রফটকে ফিরিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি।