২৭ জুলাই ২০২৪, শনিবার

পাওয়ারপ্লে শেষ না হতেই পাপুয়া নিউগিনির নেই চার উইকেট

- Advertisement -

ব্যাট হাতে মোহাম্মদ সাইফউদ্দিন শেষটা করেছেন দুর্দান্ত, বল হাতে করেছেন ইনিংসের শুরু। প্রথম ওভারে কোনো উইকেট তুলে নিতে না পারলেও স্লোয়ার, ইয়র্কারে বিপাকে ফেলেছেন পাপুয়া নিউগিনির ব্যাটসম্যানদের। দ্বিতীয় ওভারেই বল হাতে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান; এসেই নিজের দুর্দান্ত কাটারে পরাস্ত করেছেন আসাদ ভালা-লেগা সিয়াকাকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হতে সাকিবের প্রয়োজন আর ৩টি উইকেট

প্রথম ওভারে উইকেট তুলে নিতে না পারলেও, সাইফউদ্দিন উইকেট তুলে নিয়েছেন নিজের দ্বিতীয় ওভারেই। ফুল লেংথ বলটাকে ফ্লিক করতে গিয়ে পুরোপুরিভাবে পরাস্ত সিয়াকা; এলবিডব্লিউ হয়ে মাত্র ৫ রানেই ড্রেসিংরুমের পথ ধরেছেন তিনি। ফিজ-সাইফের তৈরী করে দেয়া প্লাটফর্মটাতে এসেই উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। টাইগার পেসারের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়েই প্যাভিলিয়নে ফিরেছেন অধিনায়ক ভালাও। নিজের ডান প্রান্তে ঝাপিয়ে পড়ে যেভাবে ক্যাচটা ধরলেন নুরুল হাসান সোহান, তা যেন আজকের ম্যাচে টাইগারদের প্রতিচ্ছবিই হয়ে থাকলো।

পঞ্চম ওভারে বল করতে এসে প্রথম বলেই উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসানও। মোহাম্মদ নাইমের দুর্দান্ত ক্যাচে এক রানেই প্যাভিলিয়নে চার্লস আমিনি। একই ওভারের চতুর্থ বলে ফর্থ স্ট্যাম্পে করা বিশ্বসেরা অলরাউন্ডারের বলটাকে স্লগ সুইপ করতে গিয়ে শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরেছেন সিমোন আতাই।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img