বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ২৮২ রান সংগ্রহ করেছে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক বাবর আজম। আফগানিস্তানের জয়ের জন্য প্রয়োজন ২৮৩ রান।
টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাবর। চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে যতটা সম্ভব বড় সংগ্রহের আশায় পাকিস্তান অধিনায়কের এমন সিদ্ধান্ত। সেই লক্ষ্যে শুরুটা ভালো করেছিলেন দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল হক। প্রথম উইকেট জুটিতে দুজনে মিলে তোলেন ৫৬ রান।
সবশেষ ম্যাচে দারুণ ব্যাটিং করা শফিক এদিনও পেয়েছেন ফিফটির দেখা। টুর্নামেন্টের বড় রান করতে না পারা বাবর দায়িত্বশীল ব্যাটিং করেছেন। আফগান বোলারদের দেখেশুনে খেলেছেন তিনি। এদিন সেঞ্চুরির দিকেই ছুটছিলেন পাক অধিনায়ক। তবে ৯২ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭৪ রান করে নুর আহমেদের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
এদিন দারুণ বোলিং করেছেন মোহাম্মদ নবী ও বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পাওয়া নুর আহমেদ। একটা সময় মনে হচ্ছিল পাকিস্তানকে আড়াইশোর আগেই আটকে দেবে তারা। তবে ঘটেছে তার উল্টো, শেষের দিকে শাদাব খান ও ইফতিখার আহমেদের দারুণ ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান। ৩৮ বলে ৪০ রান করেন শাদাব, ইফতিখার খেলেন ২৭ বলে ৪০ রানের ইনিংস।
আফগানিস্তানের হয়ে ১০ ওভারে ৪৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন নুর আহমেদ। দুটি উইকেট নিয়েছেন নাভিন উল হক। একটি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ নবী ও আজমতউল্লাহ ওমরজাই।