২৩ অক্টোবর ২০২৪, বুধবার

পাকিস্তানের আপৎকালীন কোচ হলেন আজহার

- Advertisement -

পাকিস্তানের অর্ন্তবর্তীকালীন হেড কোচ হলেন আজহার মাহমুদ। পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফের বাবর আজমদের দায়িত্ব নেওয়ার খবর শোনা গেলেও আজহারের উপর রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতি দিয়ে আজহারের কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তারা।

এর আগে ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন আজহার। এবার দলটির আপৎকালীন হেড কোচ হিসেবে কাজ করবেন তিনি।

চলতি মাসেই পাকিস্তান সফরে আসবে নিউজিল্যান্ড। ১৮ এপ্রিল থেকে শুরু হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কিউইদের বিপক্ষে সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ইউসুফ, স্পিন বোলিং বিভাগের দায়িত্ব সামলাবেন সাঈদ আজমল। সবশেষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সিরিজে এই দুই বিভাগের দায়িত্বে ছিলেন তারা। কিউইদের বিপক্ষে আসন্ন সিরিজে ম্যানেজারের ভূমিকায় থাকবেন নির্বাচক ওয়াহাব রিয়াজ।

এর আগে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা গেলেও কাউকেই নিশ্চিত করতে পারেনি পিসিবি। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অর্ন্তবর্তীকালীন কোচের পথেই হেটেছে তারা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img