৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

পাকিস্তানের পূর্ণকালীন কোচের দায়িত্ব নিতে চাননা সাকলায়েন মুশতাক

- Advertisement -

মিসবাহ-উল-হক ঝটিকা পদত্যাগ করায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এসেছিলেন; পাকিস্তান উঠেছে সেমিফাইনালে। কোচ হিসেবে ‘সফল’ সাকলায়েন মুশতাক সেটি বলাই যায়। প্রতিটি সফল অন্তর্বর্তীকালীন কোচকে বোর্ড থেকে পূর্ণকালীন কোচ করার প্রস্তাব দেওয়াটাই স্বাভাবিক, সাকলায়েনকেও দেওয়া হয়েছে। কিন্তু পাকিস্তানি কিংবদন্তী বোর্ডকে সাফ জানিয়েছেন, ‘ব্যক্তিগত কারণে’ পাকিস্তানের পূর্ণকালীন দায়িত্ব তিনি নিতে পারছেন না। তারা অন্য কাউকে খুঁজে নিতে পারে।

ইতোমধ্যে বোর্ডপ্রধান রমিজ রাজাকে নাকি সাকলায়েন নিজেই জানিয়েছেন এইকথা, এমনটি জানিয়েছে পিসিবির একটি সূত্র।

“সাকলায়েন আমাদের জানিয়েছেন তিনি আমাদের হয়ে খন্ডকালীন অবদান রাখতে পেরে খুশি। কিন্তু দীর্ঘমেয়াদী বা স্থায়ী কোন চুক্তিতে তিনি যেতে পারছেন না নিজের ব্যবসা ও অন্যান্য ব্যক্তিগত কারণে।”- সূত্রটি জানিয়েছে।

সাকলায়েন নাকি রমিজ রাজাকে জানিয়েছেন তিনি লাহোরে থাকতে চান, চাইলে লাহোরে অবস্থিত হাই পারফরম্যান্স ইউনিটের দায়িত্বও নিতে পারেন। তবে জাতীয় দলের দায়িত্বে থাকলে দীর্ঘসময় বাইরে থাকতে হবে যা তিনি চাননা।

ইতোমধ্যে সাকলায়েন ও অধিনায়ক বাবর আজম দুজনই বিদেশী কোচের জন্য পিসিবির কাছে আবেদন করেছে এবন পিসিবিও সেই আবেদন মঞ্জুর করে ৫টি কোচিং পদের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। যার মধ্যে একটি পাওয়ার হিটিং ব্যাটিং কোচের পদও আছে।

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img