২২ জানুয়ারি ২০২৫, বুধবার

পাকিস্তানের বর্ষসেরা ওপেনিং জুটি গড়ে এগিয়ে যাচ্ছেন আবিদ-শফিক

- Advertisement -

মেহেদী হাসান মিরাজের বলটা শার্প টার্ন করলো, এক মুহুর্তের জন্য বিভ্রান্ত মনে হলো আবিদ আলীকে। তবে নিজেকে সামলে নিয়ে শর্ট লেগের ফিল্ডারের পাশ দিয়ে ফ্লিক করে একটি রান নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন আবিদ। এই রানের সাথে সাথেই যে টেস্ট ক্যারিয়ারে এক হাজার রান পূর্ণ করেন আবিদ।

এর আগে ৪৬তম ওভারে তাইজুল ইসলামের বল পয়েন্টে ঠেলে ২ রান নিয়ে আবিদ তাঁর ও আবদুল্লাহ শফিকের পার্টনারশিপ নেন ১১৭ রানে। যা জিম্বাবুয়ের বিপক্ষে আবিদ আলী ও ইমরান বাটের ১১৫ কে ছাড়িয়ে হয়ে গেছে এই বছর পাকিস্তানের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ। এবং বাংলাদেশের বোলিংয়ের যা অবস্থা তাতে এই রেকর্ড আরো বহুগুণ বাড়িয়ে এরা দুজন দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নের এই বছরের সর্বোচ্চ ২০৯ রানের ওপেনিং পার্টনারশিপের রেকর্ডও ভেঙ্গে দিতে পারেন, যেটিও বাংলাদেশের বিপক্ষেই করেছিলেন দুই লঙ্কান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ১৪৪। মুমিনুল হককে ছক্কা মেরে অভিষেকে ফিফটি তুলে নিয়েছেন শফিক। সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন আবিদ। আবিদ আলী ৯২* ও শফিক ৫২* রানে অপরাজিত আছেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img