ব্যাটে-বলে সময়টা ভালোই কাটছে ইংল্যান্ডের। শ্রীলঙ্কার বিপক্ষে দাপট দেখিয়েছে স্বাগতিকরাই; আছে বিশ্বকাপ সুপার লিগের সেরা অবস্থানে। শ্রীলঙ্কার পর ইংল্যান্ডের পরবর্তী প্রতিপক্ষ পাকিস্তান। লঙ্কা সিরিজের দলেই যেখানে ভরসা ইসিবির। যারা বিকল্প হিসেবে সুযোগ পেয়েছিলেন তারাও টিকে গেছেন দলে।
England have named an unchanged 16-player squad for the three-match ODI series against Pakistanhttps://t.co/yMMtUuYVqe
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 3, 2021
টম ব্যান্টনকে নেওয়া হয়েছিল দাভিদ মালানের অনুপস্থিতেতে। স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন ব্যান্টন। অভিষেকের অপেক্ষায় থাকা জর্জ গার্টনকেও রাখা হয়েছে পাকিস্তানের বিপক্ষে। গুঞ্জন ছিল রোববার শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে অভিষেক হতে পারে গার্টনের, হয়নি।
ইসিবি জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে সিরিজের দলে কোনো পরিবর্তন আসছে না। নতুনদের জন্য হতে পারে সুযোগ। তবে ততটাই হয়তো লাভ ইংল্যান্ড ক্রিকেটের।
We are unchanged for our ODI series with Pakistan ?
??????? #ENGvPAK ??
— England Cricket (@englandcricket) July 3, 2021
ইংল্যান্ড ওয়ানডে দল: ইয়ন মর্গ্যান (অধিনায়ক), স্যাম কারান, ডেভিড উইলি, টম কারান, জনি বেয়ারস্টো, জেসন রয়, জো রুট, স্যাম বিলিংস, মইন আলি, আদিল রশিদ, মার্ক উড, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, লিয়াম ডসন, জর্জ গার্টন, টম ব্যান্টন।