১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে সাকিব ও তাসকিন

- Advertisement -

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর লাল বলের দলে ফিরেছেন সাকিব আল হাসান। এছাড়াও টেস্ট দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। রবিবার বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

গুঞ্জন ছিল, টেস্ট ক্রিকেটে ফিরতে পারেন তাসকিন। সেই অনুযায়ী মিরপুরে নিয়মিত অনুশীলনও করছেন ঢাকা এক্সপ্রেস। তবে দুই টেস্টের জন্য তাকে স্কোয়াডে রাখেনি বিসিবি। দ্বিতীয় টেস্টের জন্য তাকে বিবেচনা করেছে নির্বাচকরা।

আগেই জানা গিয়েছিল সাকিব পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন। সেই গুঞ্জন সত্যি করে স্কোয়াডে আছেন টাইগার অলরাউন্ডার।

বাংলাদেশ সবশেষ ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই দল থেকে বাদ পড়েছেন শাহাদাত হোসেন দীপু।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলনে টাইগাররা

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ৫ পেসারকে রেখেছে বিসিবি। শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানা আগে থেকেই ছিলেন। তাদের সাথে নতুন যোগ হয়েছেন তাসকিন। পাকিস্তানে চার স্পিনার নিয়ে যাচ্ছে বাংলাদেশ। সাকিব ছাড়াও স্কোয়াডে আছেন নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

আগামীকাল পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে নাজমুল হোসেন শান্তর দল। সেখানে অনুশীলন করার পর ২১ আগস্ট প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এরপর ৩০ আগস্ট দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরীফুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img