১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টির দলে ইয়াং

- Advertisement -

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অর্ধশতক পাওয়া কেইন উইলিয়ামসন এখনো ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেননি। তার জায়গায় তৃতীয় টি-টোয়েন্টিতে জস ক্লার্কসনের খেলার কথা ছিল। কিন্তু ঘরোয়া টি-টোয়েন্টিতে কাঁধে চোট পাওয়ায় দলে যোগ দেওয়া হচ্ছে না তার। ক্লার্কসনের বদলে উইল ইয়াংকে দলে ডেকেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। রোববার দ্বিতীয় টি-টোয়েন্টির পর দলের সাথে যোগ দেবেন টপ অর্ডার এ ব্যাটার।

কিউইদের হয়ে ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইয়াং। ১৩ ইনিংসে ২০ গড় ও ১০২.৩৬ স্ট্রাইকরেটে রান করেছেন ২৬০। ঘরোয়া টি-টোয়েন্টিতে ৯৭ ম্যাচে ২৬.৬২ গড়ে ১৪ অর্ধশতক, ২টি শতকসহ মোট ২২৯০ রান করেছেন ইয়াং।

পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচের দলে ফিরবেন উইলিয়ামসন। ক্রাইস্টচার্চে ১৯ জানুয়ারি চতুর্থ ম্যাচ এবং ২১ জানুয়ারি পঞ্চম ও শেষ ম্যাচ। প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিকরা।

উইলিয়ামসন দলে না থাকায় কিউইদের অধিনায়কত্ব করার কথা ছিল মিচেল স্যান্টনারের। কিন্তু স্যান্টনার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তৃতীয় ম্যাচে তার অধিনায়কত্ব করা নিয়ে শঙ্কা আছে। কিউই অলরাউন্ডার যদি তৃতীয় ম্যাচের আগে সুস্থ্য হতে না পারেন তাহলে অন্য কেউ নেতৃত্ব দেবেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img