পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন দেশটির দুই সাবেক ক্রিকেটার ওমর গুল ও সৈয়দ আজমল। তাদের কোচ হওয়ার বিষয়টি বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পেস বোলিং কোচ হিসেবে কাজ করবেন গুল, আজমল সামলাবেন স্পিন বিভাগের দায়িত্ব।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেই কোচিংয়ে মনোযোগ দেন গুল। এর আগেও পাকিস্তানের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। প্রথমবারের মতো পাকিস্তানের কোচিং প্যানেলে যুক্ত হলেন আজমল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে গুল-আজমলের নতুন যাত্রা শুরু হবে।
আবারও পাকিস্তান দলের কোচ হতে পেরে আনন্দিত উমর গুল বলেছেন, “আগের কোচিং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি পাকিস্তানের বোলিং আক্রমণকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে চাই” আজমল বলেছেন, “আমি পাকিস্তানের বোলিং কোচ হওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি”

গুল জাতীয় দলের হয়ে ৪৭ টেস্টে ৩৪.০৬ গড়ে ১৬৩টি উইকেট আর ১৩০ ওয়ানডেতে ২৯.৩৪ গড়ে ১৭৯টি উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০ ম্যাচে ১৬.৯৭ গড়ে শিকার করেছেন ৮৫টি উইকেট।
অন্যদিকে আজমল ৩৫ টেস্টে ২৮.১০ গড়ে ১৭৮টি উইকেট শিকার করেছেন। ১৮৪ ওয়ানডেতে ২২.৭২ গড়ে ১৮৪টি উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টিতে দারুণ সফল আজমল। এই ফরম্যাটে ৬৪ ম্যাচে ১৭.৮৩ গড়ে ৮৫টি উইকেট নিয়েছেন।