২ ডিসেম্বর ২০২৪, সোমবার

পাকিস্তানের মেয়েদের ক্রিকেটে দেখতে চান মালালা ইউসুফজাই

- Advertisement -

পাকিস্তানের মেয়েরা ক্রিকেট খেলুক এমনটাই চান মালালা ইউসুফজাই। হাতে ব্যাট-বল উঠানোর চিন্তাই নয় শুধু, চিন্তা বাদ নিয়ে রীতিমতো মাঠে খেলুক নারীরা এমন আশাব্যাক্ত করেছেন পাকিস্তানের নোবেল বিজয়ী এই নারী। আন্তর্জাতিক গণমাধ্যমে স্কাই স্পোর্টসে এক সাক্ষাতকারে এই আশাবাদের কথা জানিয়েছেন তিনি।

   পাকিস্তানের নারীদের মধ্যে ক্রিকেটের প্রতি বিশ্বাসের জন্ম দিতে চান মালালা।

নারী ক্ষমতায়ন, নারীর অধিকার নিয়ে বেশ কিছু বছর ধরেই সরব মালালা ইউসুফজাই। কাজের পুরষ্কারস্বরুপ পেয়েছেন শান্তিতে নোবেল পুরষ্কার। এবার তিনি সরব নারীদের ক্রিকেট খেলা নিয়ে। পাকিস্তানের নারীদের মধ্যে ক্রিকেটের প্রতি বিশ্বাসের জন্ম দিতে চান মালালা। সম্প্রতি স্কাই স্পোর্টসকে জানিয়েছেন, লিঙ্গ বৈষম্যের শিকার যেন নারী ক্রিকেটাররা না হন।

“ আমি মেয়েদের বলতে চাই তোমরা ক্রিকেট খেলার চেষ্টা করো। যদি মনে হয় এটা তোমরা উপভোগ করছো তাহলে পেশাদার ক্রিকেট খেলো।

মালালার মতে নারী ক্রিকেটাররা নারীদের ক্রিকেট খেলার পথে পরোক্ষভাবে উদ্বুদ্ধ করছে।

“ যখনই স্টেডিয়ামে কোনো নারী ক্রিকেটাররা খেলে তারা সকল নারীর জন্য একটা বার্তা পাঠাচ্ছে, নারীরা যেন সেই খেলা দেখে খেলতে উদ্বুদ্ধ হয়। তারাও খেলোয়াড় হতে পারে, তাদের যে ধরনের খেলা খেলতে ইচ্ছা করে তারা যেন সেধরনের খেলাই খেলে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img