১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার

পাকিস্তানের হারের পেছনে রমিজ রাজার ‘ভারত ফ্যাক্টর’

- Advertisement -

টেস্ট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডি টেস্টে স্বাগতিকদের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। নিজেদের ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে এমন হারের পর উপহাস হচ্ছে পাক ক্রিকেটারদের নিয়ে। ঐতিহাসিক এই জয়ের কৃতিত্ব বাংলাদেশকে দেওয়ার পাশাপাশি পাকিস্তান দলকে নিন্দা করতে ছাড়েননি দেশটির সাবেক ক্রিকেটার রমিজ রাজা, টেনে এনেছেন ভারতের উদাহরণ। রমিজ মনে করেন, এশিয়া কাপে ভারতের কাছে হারের পর থেকেই অধঃপতন শুরু হয়েছে পাকিস্তানের।

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, “প্রথমত দল নির্বাচনে ভুল ছিল। দলে কোনও স্পিনার ছিল না। দ্বিতীয়ত, যে সুনামের উপর ভিত্তি করে আমরা পেসারদের ওপর নির্ভর করি, সেটা শেষ হয়ে গেছে। আত্মবিশ্বাসের ঘাটতির কারণেই এই হার। আর এটা শুরু হয়েছে এশিয়া কাপে ভারতের বিপক্ষে হারের পর থেকে। ভারতের ব্যাটাররা সিমিং কন্ডিশনেও আমাদের বোলারদের ওপর চড়াও হয়ে খেলেছিল তখনই এটা সবার কাছে স্পষ্ট হয়ে গেছে যে পাকিস্তানের পেস বোলিং লাইনআপকে মোকাবিলা করতে হলে তাদের পাল্টা আক্রমণ করতে হবে।”

প্রথম ইনিংসে চার উইকেট হাতে থাকা সত্ত্বেও ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করেছিলেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। সেই সিদ্ধান্তের সমালোচনাও হয়েছে অনেক। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৫৬৫ রান। বাংলাদেশের ভালো ব্যাটিংয়ের প্রশংসার পাশপাশি পাক অধিনায়কের সমালোচনাও করেছেন রমিজ। হোম গ্রাউন্ড সম্পর্কে যথেষ্ট ধারণা না রাখাই বাংলাদেশের বিপক্ষে হারের অন্যতম কারণ বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার।

তিনি বলেন, “শান মাসুদ এখনও হারের মধ্যেই আছেন। অস্ট্রেলিয়ার কন্ডিশন আরও কঠিন। সেখানে সিরিজ জেতা পাকিস্তান দলের পক্ষে প্রায় অসম্ভব। কিন্তু আপনি ঘরের মাটিতেই হেরে যাচ্ছেন, বাংলাদেশের মতো দলের সঙ্গে। কারণ আপনার কন্ডিশন সম্পর্কে ধারনা ছিল না।”

এছাড়াও মাসুদকে নেতৃত্বে আরও দক্ষ হওয়ার পাশাপাশি নিজের ব্যাটিং নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন রমিজ। তা নাহলে খুব দ্রুতই তিনি দলের বাইরে থাকবেন বলে মনে করেন পিসিবির সাবেক চেয়ারম্যান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img