নিউজিল্যান্ড ক্রিকেট পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করে দেয়ার পর থেকেই পক্ষে বিপক্ষে চলছে অনেক কথা। দেখা দিয়েছে ইংল্যান্ডের সাথে সিরিজ না হওয়ার আশঙ্কাও। সবাই যখন হঠাৎ করেই দেশটিতে খেলতে ঝুঁকি অনুভব করছে, সেখানেই ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল টুইট করে জানালেন পাকিস্তানে যাচ্ছেন তিনি। মূলত, পাকিস্তানে ক্রিকেটকে সমর্থন করেই টুইট করেছেন ক্যারিবিয়ান তারকা।
I’m going to Pakistan tomorrow, who coming with me? ???
— Chris Gayle (@henrygayle) September 18, 2021
ক্যারিবিয়ান তারকার টুইট ইন্টারনেটে ইতোমধ্যেই ভাইরাল; দুঃসময়ে পাকিস্তানের পাশে দাড়ানোর জন্য টুইটারে বিপুল সংখ্যক পাকিস্তানি ভক্ত গেইলকে প্রসংশায় ভাসিয়েছেন। গেইল শুধু পাকিস্তানেই যাচ্ছেন বলেননি,ক্রিকেট পাগল দেশে যাওয়ার জন্য আমন্ত্রন জানিয়েছেন বাকিদেরও।
গেইলের টুইটে রিটুইট করেছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। রিটুইট করে গেইলকে ‘কিংবদন্তি’ সম্বোন্ধন করে ক্যারিবিয়ান তারকার উদ্দেশ্যে আমির লিখেছেন, “পাকিস্তানে দেখা হচ্ছে, কিংবদন্তি”
এর আগে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে নিউজিল্যান্ড ক্রিকেট জানায় তারা এই সিরিজটি খেলতে ইচ্ছুক না। শেষমুহুর্তে আচমকা কিউইদের সিরিজ না খেলার সিদ্ধান্তে হতাশ পাকিস্তান ক্রিকেট।
“ম্যাচ শুরুর আগে নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয় তারা কিছু হুমকি পেয়েছেন এবং সিরিজটি খেলতে ইচ্ছুক নন। অথচ টুর্নামেন্ট শুরুর আগেই তাদেরকে নিরাপত্তার ব্যাপারে পুরোপুরিভাবে নিশ্চিত করা হয়, দুই দেশের প্রধানমন্ত্রির মধ্যেও আলোচনা হয়। কিউইদের নিরাপত্তা দল সন্তুষ্টই ছিল, কিন্তু শেষমুহুর্তে এসে তাদের নেয়া এমন সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট এবং ক্রীড়াপ্রেমীরা প্রত্যেকেই হতাশ। আমরা সিরিজটি আয়োজন করতে চেয়েছিলাম”- এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড