১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার

পাকিস্তান শাহিনসের পাত্তাই পেলেন না হৃদয়-সৌম্যরা

- Advertisement -

পাকিস্তান শাহিনসের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। তাতেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

ইসলামাবাদে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান শাহিনসের অধিনায়ক মোহাম্মদ হারিস। আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি সৌম্য সরকার-নাঈম শেখরা। মোহাম্মদ আব্বাস আফ্রিদির তোপের মুখে পড়ে অল্পতেই অলআউট হওয়ার শঙ্কা জাগে টাইগারদের।

তবে বাংলাদেশকে টেনেছেন সাইফ হাসান ও রিশাদ হোসেন। শাহিনসের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে সেঞ্চুরি করা সাইফ এদিন খেলেছেন ৫৮ রানের ইনিংস। রিশাদ উইকেটে আসার পর থেকেই করেছেন আক্রমণাত্মক ব্যাটিং। ৩৭ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন তিনি। শেখ মাহেদী-জাকের আলী অনিকরা তেমন কিছু করতে না পারায় ১৮৩ রানে থামে বাংলাদেশের ইনিংস।

পাকিস্তানের হয়ে ৫ উইকেট শিকার করেন আব্বাস আফ্রিদি।

১৮৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন পাকিস্তানের ব্যাটাররা। উসমান খান ও হাসিবউল্লাহ তান্ডব চালান টাইগার বোলারদের উপর। ৭৩ রান করে উসমান প্যাভিলিয়নে ফিরলেও দলের জয় নিয়েই মাঠ ছেড়েছেন হাসিবউল্লাহ। উসমানের সমান ৭৩ রান করে অপরাজিত ছিলেন হাসিব। তাতেই শাহিনস পায় ৮ উইকেটের বড় জয়।

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে একটি করে উইকেট শিকার করেন শেখ মাহেদী ও মোসাদ্দেক হোসেন সৈকত।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img